CSK Vs KKR Fantasy Gaming Tips | সিএসকে বনাম কেকেআর ফ্যান্টাসি গেমিং টিপস্

CSK Vs KKR Fantasy Gaming Tips:- শনিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সন্ধ্যে ৭.৩০ থেকে অনুষ্ঠিত হতে চলেছে টাটা আইপিএল এর প্রথম ম্যাচ, যা কিনা চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে। এই চলতি বছরে সব ম্যাচই হতে চলেছে মহারাষ্ট্রে, যার মধ্যে রয়েছে মুম্বাইয়ের তিনটি স্টেডিয়াম ও পুণের একটি স্টেডিয়াম।

প্রতিদিন ম্যাচ শুরু হওয়ার আগে ফ্যান্টাসি গেমিং উইনিং টিম এখানে দেওয়া হয়

বিনামূল্যে আইপিএলের সমস্ত ম্যাচ দেখুন

মাঠের পিচের চরিত্র কিছুটা এই রকম হবে

যেহেতু মুম্বাইতে বেশিরভাগ ম্যাচ হবে, তাই প্রতিটা ম্যাচেই আমরা অনেক রান হতে দেখতে পারি। মুম্বাইয়ের পিচ লাল মাটির পিচ হওয়ায় তাতে স্পিনের সাথে সাথে বাউন্সও ভালই দেখা যাবে। তাই বলা যেতে পারে পেসার ও স্পিনার দুজনেই এই উইকেট থেকে সুবিধা পেতে পারে।

csk vs kkr fantasy gaming e

সি এস কেকে কে আর এর ম্যাচ যেহেতু ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে তাই পেসার দের উপরই বেশি দায়িত্ব থাকবে উইকেট তোলার কারণ মাঠের পরিসীমা ছোট। স্পিনাররা উইকেট পাবে না যে এমন কথা নেই তবে তারা অতিরিক্ত রান দিতে পারে। CSK Vs KKR Fantasy Gaming Tips.

Best Fantasy Gaming App

সি এস কে (সম্ভাব্য একাদশ) :

১. রুতুরাজ গাইকোয়াড,

২.রবিন উথাপ্পা,

৩.ডেভন কনওয়ে,

৪.আম্বাতি রাইডু,

৫.রবীন্দ্র জাদেজা, (c)

৬.শিবম দুবে,

৭.এম এস ধোনি (wk),

৮.ডোয়েন ব্র্যাভো,

৯.ক্রিস জর্ডন,

১০.অ্যাডাম মিলনে,

১১.কে এম আসিফ

বিশেষ দ্রষ্টব্য:

দীপক চাহার ও মইন আলী উপলব্ধ নয়।

কে কে আর (সম্ভাব্য একাদশ) :

১.ভেঙ্কটেশ আইয়ার,

২.অজিঙ্কা রাহানে,

৩.শ্রেয়াস আইয়ার (c),

৪.নীতিশ রানা,

৫.স্যাম বিলিংস (wk),

৬.আন্দ্রে রাসেল,

৭.চামিকা করুনারত্নে/ টিম সাউদি,

৮.সুনীল নারিন,

৯.শিবাম মাভি,

১০.উমেশ যাদব,

১১.বরুণ চক্রবর্তি

CSK Vs KKR Fantasy Gaming Tips & Team | ফ্যান্টাসি একাদশ এরকম হতে পারে

ঋতুরাজ গাইকোয়াড(vc), ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়াশ আইয়ার(c) , ডেভন কণওয়ে, স্যাম বিলিংস্ (wk), আন্দ্রে রাসেল, রবীন্দ্র জাদেজা, শিবম মাভী, ক্রিস জর্ডন, বরুণ চক্রবর্তি, অ্যাডাম মিলনে

Leave a Comment